বিতর্ক ছাপিয়ে বিপিএলের দশম আসরে প্রযুক্তির চমক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দর্শকের যতটা উন্মাদনা, তারচেয়ে বেশি অভিযোগ। ৯টি আসর শেষ করলেও সেভাবে প্রযুক্তিগত ছোঁয়া পায়নি বিপিএল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হলেও বিপিএলে বরাবরই হতাশ হতে হয়েছে প্রযুক্তির দিক থেকে। এবার অন্তত কাটছে সেই হতাশা। রাখা হচ্ছে সম্ভাব্য সেরা সব প্রযুক্তি।

বিপিএলে এবার শুরু থেকেই থাকবে ডিআরএস বা রিভিউ সিস্টেম। রিভিউ থাকা মানে হক আই রাখাটা আবশ্যক। রাখা হয়েছে হক আই সিস্টেমও। ক্যামেরার দিকে বিশেষ নজর দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। প্রায় ৩৬টি অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হবে আসরে। যার মধ্যে ১৮টি পরিচালনা করবেন অপারেটররা। বাকিগুলো স্বয়ংক্রিয়। রাখা হয়েছে ড্রোন ক্যামেরা। সবচেয়ে বড় চমক ব্যাটক্যাম ড্রাইভ রোবট ক্যামেরা, যেটি ভারত বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল।

সম্প্রচারের ক্ষেত্রে বিপিএল দিয়েছে বড় শর্ত। যে প্রতিষ্ঠান সম্প্রচারের দায়িত্ব পাবে, তাদের থাকতে হবে আইপিএল, বিগব্যাশের মতো বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা। গ্রাফিক্সের দায়িত্বে যারা থাকবেন, তাদের নিশ্চিত করতে হবে কাজের মান যেন অন্তত এশিয়া কাপ পর্যায়ের হয়। পেছনের কারিগর যারা অর্থাৎ অপারেটর, ইঞ্জিনিয়ার, তাদেরও থাকতে হবে আন্তর্জাতিক পর্যায়ে অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে এবারের বিপিএল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here