বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে মিরপুরে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ ড্র, মুশফিককে নিয়ে একটি চ্যানেলের বিতর্কিত প্রতিবেদন, বিশ্বকাপে কোচ হাথুরুসিংহে এবং নাসুম কান্ড, সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে ইস্যুর কোনো অভাব নেই বর্তমানে। সাংবাদিকরাও প্রশ্নের মেলা নিয়ে অপেক্ষায় ছিলেন বিসিবি বসের। সবগুলো প্রশ্নের উত্তরও দিয়েছেন পাপন।
ক’দিন আগে পাপন জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটে তার সময় ফুরিয়ে আসছে তবে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে যাবেন, তাতে যদি সমালোচনাও হয় সেই সমালোচনাকে পাত্তা দিবেন না বিসিবি সভাপতি। অতীতে বিভিন্ন কারনে খেলোয়াড়দেরকে বিসিবি শাস্তির আওতায় এনেছিলো। খেলোয়াড়দেরকে শাস্তি দেওয়ায় সমর্থকদের কাছ থেকে তখন সমালোচনাও শুনতে হয়েছিলো বিসিবির । এই বিষয়ে আজ পাপন গনমাধ্যমকে বলেন, ‘ কাউকে যখন শাস্তি দিয়েছি সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ তো ক্রিকেটারদের শাস্তি চায় না, আমি এতদিন তাই জানতাম। কেউ কি কখনও আমাদের সাপোর্ট করেছে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, এই জাগরণটা উঠুক। আপনারা এখন বুঝতে পারছেন, কোনটা ঠিক আর কোনটা ঠিক না।’
মুশফিককে নিয়ে একটি চ্যানেল বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবাদ স্বরুপ মুশফিকও আজ সেই চ্যানেলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন৷ পাপনের কাছে সেই বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন মিথ্যা কিছু তথ্য দিলেই মানুষ বেশি খেত। কিন্তু এসব মিথ্যাচার এখন মানুষ ধরতে পারছে, এসবের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম। সবকিছুর একটা সীমা আছে। যখন এই সীমা অতিক্রম হয়ে যায়, তখন মানুষ বুঝে ফেলে এটা সাংবাদিকতা নাকি অন্যকিছু। কয়েকটা দিন অপেক্ষা করেন, আপনারা জানতে পারবেন বিসিবি কী করছে।’
বিশ্বকাপে বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছেন এমন নিউজও প্রকাশিত হয়। সেই নিউজে আরো বলা হয় চড় কান্ডের পর বিসিবি সভাপতি কোচ হাথুরুসিংহেকে বেশ কড়া শাসনও করেছেন। কিন্তু আজ পাপনকে এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা (নাসুমকে চড় মারার ঘটনা) ডাহা মিথ্যা, এরপর আর আমার কিছু বলার নেই। যে জিনিসটা মিথ্যা সেটা নিয়ে কথা বলব কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিনি একটা টিভিতে প্রচার করার আগে।’