মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দেখা গেল অপ্রত্যাশিত এক আউট৷ ২য় ইনিংসের ৪০.৪ ওভারে হ্যান্ডেল্ড দ্য বল আউটে আউট হন বাংলাদেশ উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
২ ওভার করা কাইল জেমিসন আসে ইনিংসের ৪০তম ওভারে বোলিং করতে৷ ভালোমতো এগিয়ে যাচ্ছিলো মুশফিক দিপুর জুটি৷ কাইল জেমিসনের করা ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেন মুশফিক। বল ব্যাট লেগে বাউন্স করার পর মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরে সড়িয়ে দেন। এমন ঘটনার পর নিউজিল্যান্ড হ্যান্ডেল্ড দ্য বল আউটের আবেদন করেন। মাঠে থাকা দুই আম্পায়ার তখন থার্ড আম্পায়ারের কাছে বার্তা পাঠান। থার্ড আম্পায়ার রিপ্লেতে দেখে মুশফিককে আউটের ঘোষণা দেন।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন আউটের শিকার হন বাংলাদেশ উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আন্তজার্তিক ক্রিকেটে ১১ তম এবং টেস্ট ক্রিকেটে ৮ম ব্যাটসম্যান হিসেবে হ্যান্ডেল্ড দ্য বলে আউট হন মুশফিক।