তামিম-সাকিব দ্বন্দ্ব, ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ, তামিমের আবারো ক্রিকেটে ফেরা এসব নিয়ে বাংলাদেশ ক্রিকেটে চলছে তুলকালাম কান্ড। ক্রিকেটারদের দ্বন্দ্ব, দলের বাজে পারফরম্যান্স, সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন এসব নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তামিম ইকবালের ক্রিকেটে ফেরা নিয়ে আজ নিজ বাসভবনে তামিম ইকবালের সাথে প্রায় দেড়ঘন্টার মিটিং করেন পাপন। মিটিং শেষে তামিম সাংবাদিকদের কিছু না বলে চলে গেলেও কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে পাপন জানিয়ে দিলেন বিসিবিতে আর খুব বেশিদিন থাকবেন না তিনি। নিজের ব্যাপারে বলতে গিয়ে পাপন বলেন, ‘আমি আর বেশিদিন নেই, হয়তো আর একটা বছর। এর আগেই টিমকে ঠিক করে যাবো, যা যা করা দরকার সব করে যাবো। ভালো কিছুর জন্য যদি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটা নিবো।’
দলীয় ব্যাপারেও যে পাপন আগের মতো যুক্ত না সেটাও জানিয়ে দিলেন তিনি। তিনি বলেন, ‘এই টার্মটা তো আর বেশিদিন নাই। আর একটা বছর আছে। আপনারা জানেন আমি আর আগের মতো ক্রিকেটের সঙ্গে ইনভলভ নই। আগে যেমন সব জানতাম, এখন অনেক কিছুই জানিনা।’
তবে নিজের সময় শেষ হওয়ার আগে চলমান সকল সমস্যার সমাধান এবং দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে যা যা করা দরকার সব করবেন পাপন। আর কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় তাতেও তার কিছু যায় আসেনা। বিসিবি সভাপতির কাছে সবার আগে দেশের ক্রিকেট এবং দেশের ক্রিকেটের ভবিষ্যত বেশি গুরুত্বপূর্ণ।
বিসিবি বস বলেন, ‘যাওয়ার আগে আমি সবার সাথে বসবো। সবার কথা শুনবো। কি কি সমস্যা আছে গভীরে গিয়ে জানবো। ক্রিকেটের স্বার্থে,ক্রিকেটের ভালোর জন্য যা যা করা দরকার সব আমি করবো। আমার সিদ্ধান্ত আমি আমার মতো করেই নেব। কে পছন্দ করলো আর কে পছন্দ করলো না এতে আমার কিছুই যায় আসেনা। ক্রিকেটের ভালোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হলেও আমি নেব।’