তরুণদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত : শান্ত 

দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সিলেটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বলতে গেলে তরুণ এক দল নিয়ে কিউইদের মোকাবেলা করবে টাইগাররা। মুশফিকুর রহিম ছাড়া কোনো সিনিয়র প্লেয়ার নেই কিউদের বিপক্ষে। ইঞ্জুরির জন্য সাকিব-তামিম এর সার্ভিস পাচ্ছেনা বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে আজ সাংবাদিকদের সাথে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত।

কিউদের বিপক্ষে হোম এডভান্টেজ কাজে লাগাতে পারবে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘হোম এডভান্টেজ এই কথাটা বলতে চাইনা। আমার মনে হয় যে প্রতিটি দলই যখন হোমে খেলে কিছু না কিছু এডভান্টেজ তাদের থাকে, অটোমেটিকই থাকে। ঐটা আমরা নেওয়ার চেষ্টা করবো’।

এখন পর্যন্ত টাইগারদের তিন ফরম্যাট এর অধিনায়ক সাকিব আল হাসান। ইঞ্জুরির জন্য এই সিরিজে সাকিব নেই। তার বদলে টাইগারদেরকে নেতৃত্ব দিবেন শান্ত। সাকিব দলে নেই, দল কি তাকে মিস করবে?  এর জবাবে শান্ত বলেন, ‘হ্যাঁ, সাকিব ভাইকে তো অবশ্যই মিস করবো, আমার মনে হয় সব খেলোয়াড়ই তাকে মিস করবে। দলের ব্যাপারে উনি গতকাল রাতে ফোন দিয়েছিলেন। তার সাথে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন তিনি। সব খেলোয়াড়দের উইশ করেছেন এবং বলেছেন আমরা যে জিনিসটা পারি সেটাই যেনো করি’।

তবে সিনিয়রদের অনুপস্থিতিকে শান্ত দেখছেন তরুণদের জন্য সুযোগ হিসেবে। কিউদের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাওয়া শান্ত বলেন,  ‘একটা সময় সাকিব-মুশফিক ভাইয়েরা খেলবেনা। এটা তরুণদের জন্য সুযোগ। এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত’।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে আছেন স্পিনার হাসান মুরাদ। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নাইম হাসান, নুরুল হাসান সোহান।সিনিয়রদের অনুপস্থিতিতে নিজেদের সামর্থ্য চেনানোর এতো বড় সুযোগ তরুণরা কিভাবে গ্রহণ করেন সেটা এখন দেখা অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here