তামিমের বিষয়ে সিদ্ধান্ত বিপিএলের পর : পাপন

অবসর ভেঙ্গে দলে ফিরেছিলেন তবে বিশ্বকাপ খেলা হয়নি তামিম ইকবালের। জাতীয় দলের জার্সিতে তামিম কে আর কখনো দেখা যাবে কিনা বাংলাদেশ দলে সবার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকদিন ধরেই। ক’দিন আগে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তামিম। যদিও তামিম বলেছিলেন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই গণভবনে গিয়েছিলেন তিনি।

তবে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে গতকাল বিসিবি বস নাজমুল হাসান পাপনের সঙ্গে মিটিং এর কথা ছিলো তার। গতকাল সেই মিটিংটা না হলেও আজকে পাপনের গুলশানের বাসভবনে আজ সেই মিটিং অনুষ্ঠিত হয়। তবে মিটিং শেষে কি সিদ্ধান্ত আসলো সেটা জানা যায়নি। মিটিং শেষ করে সাংবাদিকদের সাথে কথা না বলে দ্রুতই বেরিয়ে পরেন তামিম।

তামিম কথা না বললেও কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। পাপন বলেছেন, ‘তামিমের ব্যাপারে বিপিএলের পর সিদ্ধান্ত নেওয়া হবে’।

নির্বাচনী ব্যস্ততার মধ্যেও প্রায় দেড় ঘন্টার এই মিটিং শেষ করে পাপন বলেন, ‘তামিম দুই তিন দিন আগে থেকেই বলছিলো ও আসবে। শেষ যখন তার সাথে কথা হয়েছিলো সে বলছিলো, আপনি অনেক কিছুই জানেন না, আপনাকে অনেক কিছু জানাতে চাই। তবে আজকে যে সব বলে গেছে তা না। কারন টাইম খুব শর্ট’।

তবে তামিমের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি এমন প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, ‘যে সিদ্ধান্তই নেই সেটা বিপিএলের পরই হবে। ইলেকশনের পর বিপিএল শুরু হলে আমরা সব প্লেয়ারদেরকে পাবো, সব কোচকেও পাবো। এই সময়টায় আমার ধারনা আমি আমার ইনফরমেশন পেয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমরা নিতে পারবো ‘।

জানা গেছে পাপনের বাসা থেকে বের হয়ে তামিম ইকবাল সাংবাদিকদের সাথে কথা না বললেও আজ বিকেল পাঁচটার সময় তামিম তার নিজ বাসায় সাংবাদিকদের সাথে দেখা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here