বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে বিস্ফোরক আকরাম

বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে এখনো চলছে চুল-ছেঁড়া বিশ্লেষন। সাবেক ক্রিকেটারদের অনেকেই একের পর এক মন্তব্য করে যাচ্ছেন৷ এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং বিসিবি পরিচালক আকরাম খান৷
আকরাম খান খেলোয়াড়দের ব্যার্থতার পাশাপাশি সরাসরি আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেও৷

শনিবার (২৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘এবার আমাদের প্রত্যাশা বেশি ছিলো। আমরা পরিকল্পনাও করেছিলাম অনেক ভালোভাবে। যেহেতু ভারতে খেলা হবে তাই আমরা চার বছর আগে থেকেই পরিকল্পনা শুরু করেছিলাম। আবহাওয়া আমাদের মতো হবে।সেজন্য এটা নিয়ে অনেক আশা ছিলো আমাদের৷ যেকোনো কারনেই হোক সেটা হয়নি।’

বিশ্বকাপ জুড়ে দলে চলেছিলো এক্সপেরিমেন্ট। ব্যাটিং পজিশনে ছিলোনা কোন স্থিরতা। বাংলাদেশের বাজে পারফম্যান্সের পেছনে অতিরিক্ত এক্সপেরিমেন্ট এর দোষও দেখছেন সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘এশিয়া কাপেও আমি বলেছিলাম এটা একটা ভালো টুর্নামেন্ট যারা বিশ্বকাপে খেলবে তাদের জন্য। কিন্তু ওখানে আমরা এক্সপেরিমেন্ট করে একটা দলকে দাঁড় করাতে পারিনি। এতো এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয়না কোনো দেশই ভালো করবে।’

বিশ্বকাপে তামিমকে বাদ দেওয়া এবং সাকিবের বিস্ফোরক মন্তব্য দলকে প্রভাবিত করেছে বলে মনে করেন অনেকেই। সাকিব-তামিম দ্বন্দ্ব ড্রেসিং রুমের পরিবেশকেও অসুস্থ করে তুলেছে সেটা ধারনা অনেকেরই। বিশ্বকাপের আগ মূহুর্তে এমন বাজে পরিস্থিতি নিয়ে আকরাম খান বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের এখানে অনেকেই কথায় জিততে চায়। এজন্য দেশের পারফরম্যান্স ভালো হয়না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা, সে জিনিসটা হয়নি। মাঠের বাইরে অনেক জিনিস নিয়ে আলাপ-আলোচনা করেছি। এটা সবার বুঝা উচিত ছিলো এ দেশ কারো একার না সবার।’

বিশ্বকাপ ব্যার্থতার পাশাপাশি বোর্ড অনেক প্লেয়ারদের ক্যারিয়ারকে নষ্ট করছে বলে মনে করেন আকরাম খান৷ বিসিবির প্রভাবশালী এই পরিচালক বলেন, ‘গত কয়েকবছরে একাধিক প্লেয়ার নষ্ট হয়েছে। বোর্ড কর্মকর্তা বা সংশ্লিষ্টরা এই দায় এড়াতে পারেন না। সুন্দর একটা দল এভাবে কেনো নষ্ট হয়ে গেলো সেটাও প্রশ্নের দাবি রাখে।’

গেলো ক’দিনে সমর্থক এবং ক্রিকেট বোদ্ধাদের এতো এতো সমালোচনার পর এবার বোধহয় সবচেয়ে বড় বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রভাবশালী পরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here