অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই ঘোষণা দেন ইমাদ। সর্বশেষ এপ্রিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের হয়ে শেষবারের মতো মাঠে নামেন তিনি। পাকিস্তানের জার্সিতে ৫৫ টি একদিনের ম্যাচ এবং ৬৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমাদ ওয়াসিম।

অবসরের ঘোষণা দিতে গিয়ে ইমাদ ওয়াসিম জানান, ‘সাম্প্রতিক দিনগুলিতে আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার এখনই আমার জন্য উপযুক্ত সময়।’

দল গঠন নিয়ে পাকিস্তান দলে প্রায় সময়ই বিভিন্ন বিতর্ক বিরাজ করে। সদ্য শেষ হওয়া ভারত বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চলছিলো নানা বিতর্ক। ভারত বিশ্বকাপে পাকিস্তান দলে জায়গা পাননি ইমাদ ওয়াসিম। বাবর আজমের সাথেও তার সম্পর্ক বেশ একটা ভালো না এটাও রটেছিলো ক্রিকেট পাড়ায়। বিশ্বকাপ শেষে যখন পিসিবি আবারো নতুন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামনে এগুতে চাচ্ছে ঠিক সেই মূহুর্তে অবসরের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই পিসিবিকে, বছরের পর বছর ধরে তাঁদের সব ধরনের সমর্থনের জন্য। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের বিষয়।’

২০০৬ সালে ইয়ুথ ওয়ার্ল্ড কাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ইমাদ ওয়াসিমকে সেই সময় থেকে ধরা হচ্ছিলো পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে।
পাকিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৪ টি উইকেট এবং ৯৮৬ রান এবং ৬৬ টি-টোয়েন্টি ম্যাচে ৬৫ উইকেট এবং ৪৮৬ রান করেছেন ইমাদ ওয়াসিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here