প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন তামিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল । গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামিম ইকবাল। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা ইকবালও।

সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সাথে তার ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। ছবির ক্যাপশনে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাটা সব সময়ই আনন্দের।’

ঠিক কি কারনে তামিম ইকবাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সেটা জানা না গেলেও ধারনা করা হচ্ছে তামিমের ক্রিকেট ক্যারিয়ার এবং জাতীয় দলে তার ফেরা সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তামিম। এর আগে চলতি বছরের জুলাইয়ে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরে আসেন তামিম। কিন্তু, অবসর ভেঙে ফিরে আসলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। নির্বাচকরা ফিটনেস ইস্যু সামনে এনে বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারকে। যা নিয়ে চলছিলো বেশ আলোচনা-সমালোচনা। তবে এ আলোচনা-সমালোচনার রেশ এখনো কাটেনি ক্রিকেট পাড়ায়।

যদিও তামিম ইকবাল জানিয়েছেন, ‘বিশেষ কোনো কারন বা প্রয়োজনে নয়। এমনিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম। ব্যস্ততার মাঝেও তিনি আমাদের সময় দিয়েছেন। ক্রিকেটের,আমার খোঁজ খবর নিয়েছেন।’

ক’দিন আগে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন কেনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীর সাথে তামিম ইকবালের সাক্ষাতের পর গুঞ্জন তৈরী হয়েছে তবে কি তামিম ইকবালকেও এবার রাজনীতির ময়দানে দেখা যাবে? তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই। দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে তামিম জানিয়েছেন, রাজনীতিতে তার বিশেষ আগ্রহ নেই, সৌজন্যে সাক্ষাত করতেই গনভবনে গিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here