ফিফা কোয়ালিফাইয়ারের সুপার ক্ল্যাসিকোতে আজ মুখোমুখি হয়েছে ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ ছড়াবে এটাই স্বাভাবিক। মারাকানায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষেই শুরু হয় প্রথম ঝামেলা। শুরুর দিকে ম্যাচের থেকে ম্যাচের বাইরের ব্যাপারগুলো নিয়েই ছিল সব আলোচনা। তবে, অনেক বাধাবিপত্তির পর গড়ানো ম্যাচে জয়ের দেখা পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।
মারাকানার গ্যালারিতে শুরুতেই দ্বন্দ্বে জড়ান দুই দেশের সমর্থকেরা। সেখানে পরিস্থিতি সামাল দিতে সমর্থকদের উপর লাঠিচার্জ করে স্থানীয় পুলিশ। ঘটনার জের ধরে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পুরো দল নিয়ে চলে যান ড্রেসিংরুমে। এরপর মাঠে খেলা গড়ালেও উত্তেজনার রেশ রয়ে গিয়েছিল। শুরুর দিকে যেন শারীরিক শক্তিমত্তা প্রয়োগেই ব্যস্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা। এরমাঝে ব্রাজিলের খেলোয়াড়রাই অবশ্য চড়াও হয়েছেন বেশি। ম্যাচের প্রথমার্ধ্ব গোলশূন্য হিসেবেই শেষ হয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে ব্রাজিল। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার জালে বল ঢুকাতে ব্যর্থ হয় তারা। তবে খেলার ধারার বিপরীতেই ম্যাচের প্রথম গোল করে বসে লিও মেসির দল। ম্যাচের ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। ১-০ গোলে এগিয়ে যায় স্কেলানির দল।
গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ম্যাচে নিজেদের ফেরাতে ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে উঠিয়ে সাবস্টিটিউট হিসেবে নামায় ফরোয়ার্ড জোয়েলিংটনকে। তবে নিজের কাজের বিপরীতে দলের জন্য বিপদ বয়ে আনেন এই ফরোয়ার্ড। ৮১ মিনিটে জেয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের ব্রাজিল শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। বাছাই পর্বে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।