বিশ্বকাপ উন্মাদনা শেষ। আয়োজক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরলো অস্ট্রেলিয়া। ভারতীয় উপমহাদেশে ক্রিকেট খেলাটা বিশাল জনপ্রিয়। আর আলাদা করে বললে, ভারতীয় ফ্যানবেজের মতো বিশাল ফ্যানবেজ নেই ক্রিকেট খেলে এমন অন্য কোনো দেশের। বিশেষ করে ভারতের ম্যাচ গুলোতে গ্যালারি পরিণত হতো নীল সমুদ্রে। তাই স্বভাবতই ভারতে হওয়া এই ওয়ানডে বিশ্বকাপ সাক্ষী হয়েছে অনেক গুলো রেকর্ডের। খোদ আইসিসি আজ মঙ্গলবার (২১ নভেম্বর) তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বেশ কিছু রেকর্ডের খবর জানায়।
আইসিসি জানায়, বিশ্বকাপের ইতিহাসে দর্শকরা মাঠে বসে সবচেয়ে বেশি খেলা দেখেছেন এবারের আসরে। এবারের আসরে মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যাটা ১২ লাখ ৫০ হাজার ৩০৭ । এর আগে সর্বোচ্চ রেকর্ডটা ছিলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিশ্বকাপ ২০১৫ তে। সেই আসরে মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যা ছিলো ১০ লাখ ১৬ হাজার ৪২০।
এবারের বিশ্বকাপ ছিলো রান বন্যার বিশ্বকাপ। ক্রিকেটাররা চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে গ্যালারীকে উন্মাতাল করেছেন প্রায় প্রতি ম্যাচে। সদ্য শেষ হওয়া এই বিশ্বকাপ ছিলো সবচেয়ে বেশি ছক্কা হাকানোর বিশ্বকাপ । ভারত বিশ্বকাপে ব্যাটাররা ছক্কা হাকিয়েছেন ৬৪৪ টি। যথারীতি দ্বিতীয় স্থানে আছে ২০১৫ বিশ্বকাপ। সেই আসরে ছক্কা হয়েছিলো ৪৬৩ টি।
সেঞ্চুরির সংখ্যার দিক দিয়েও ২০১৫ বিশ্বকাপকে ছাপিয়ে গেছে ২০২৩ এর ভারত বিশ্বকাপ। বেশির ভাগ ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন দলের ব্যাটাররা। ২০১৫ বিশ্বকাপে সেঞ্চুরি হয়েছিলো ৩৮ টি আর ভারত বিশ্বকাপে সেঞ্চুরি হয়েছে ৪০ টি।