চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়েছিলো বাংলাদেশ৷ বাজে পারফরম্যান্সের কারনে সেই স্বপ্ন চুপসে গেলো। দশ দলের বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান করছে নবম স্থানে।

সেমিফাইনাল,ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে উড়াল দেওয়া টাইগাররা বিশ্বকাপে তো বাজে পারফরম্যান্স উপহার দিয়েছেই সেই সাথে এখন হুমকির মুখে পরেছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার স্বপ্ন।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছিলো, বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম সাতটি দল এবং স্বাগতিক দেশ সুযোগ পাবে চ্যাম্পিয়নস ট্রফিতে। পাকিস্তান স্বাগতিক দেশ হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে তাদেরকে পরতে হচ্ছে না। তাই এবারের স্বাগতিক দেশ পাকিস্তান যদি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সাত এ থাকে তাহলে বিশ্বকাপের আট নম্বরে থাকা দলটি সুযোগ পেয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে।

বাংলাদেশ এই পর্যন্ত ৭ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে,পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি এখনো ২ টি। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থাকা বাংলাদেশের ম্যাচ গুলোতে বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে।

বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স আর মনোবলের যা অবস্থা সেখান থেকে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া ম্যাচে জয় পাওয়াটা কঠিন বিষয়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশকে তাই সব কিছু উজাড় করে খেলতে হবে দল দুটির বিরুদ্ধে।
৬ ম্যাচে ৪ জয় পাওয়া অস্ট্রেলিয়া দল বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আছে চার নম্বরে আর এশিয়ার দল শ্রীলঙ্কা ৬ ম্যাচে ২ জয়ে আছে ৭ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here