মেসি, আপনি ক্লান্ত হন না?

আচ্ছা, লিওনেল মেসি আপনি কি কখনো ক্লান্ত হন না এতকিছু অর্জনে? আজ আরো একটি ব্যালন ডি অর জয়লাভ করলেন আপনি। ফুটবল বিশ্বে যা কিছু আছে তার সব’ই তো আপনি জিতে নিয়েছেন আপনার ফুটবল ক্যারিয়ারে।

ফুটবল ক্যারিয়ারটা শুরু করেছিলেন নিউ ওল্ড বয়েজ ক্লাবে। সেখান থেকে স্পেনের বার্সেলোনা এরপর সেখানেই প্রফেশনাল ফুটবলার যাত্রা শুরু। ২০০৪ সালে প্র‍থমবারের মতো বার্সার জার্সি গায়ে মাঠে পর্দাপন। তারপরের গল্প তো আমাদের সবার ই জানা। প্রতি মূহূর্ত্বে নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন অন্যান্য উচ্চতায়। ক্লাব বার্সেলোনার অন্যতম ভরসার প্রতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ এতটাই উচ্চতায় তিনি আছেন যে মেসি বার্সা ছাড়ার পর ও বার্সা তাকে সেরাদের সেরা হিসেবে মনে রেখেছে ঠিক যেমনটা মেসি ও বার্সাকে।

ক্লাব পর্যায়ে এমন কোনো অর্জন নেই যেটা তিনি অর্জন করতে পারেননি৷ বার্সার হয়ে ঘরোয়া ফুটবল / ক্লাব বিশ্বকাপ / চ্যাম্পিয়নস লিগ সহ অসংখ্য দলীয় সাফল্য অর্জন করেছেন তিনি। বার্সার হয়ে সর্বোচ্চ গোলসংখ্যা, এসিস্ট সহ ব্যাক্তিগত অর্জন তো আছেই।

ক্লাবের হয়ে অসংখ্য সাফল্য থাকলেও মেসির ক্যারিয়ারে শুরুর দিকে কিংবা মাঝে জাতীয় দলের হয়ে ছিলো না কিছু৷ বারবার ফাইনাল হারের ব্যর্থতা যেনো রুটিন হয়ে দাঁড়িয়েছিলো মেসির ক্যারিয়ারে। ২০১৪ বিশ্বকাপ সহ ২০০৭ / ১৫/১৬ কোপা আমেরিকা ফাইনাল হারের তিক্ততার স্বাদ গ্রহণ করেন মেসি। এত ব্যর্থতার পর তিনি ঘোষণা দিয়েছিলেন : তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না, নিয়েছিলেন অবসর৷ কিন্তু যিনি মাঠকে ভালোবাসে সে কি সবকিছু এতো সহজেই ছাড়তে পারে। মেসি ফিরে আসলেন আবারো। ফিরে আসা এমন ভাবেই করলেন যে তিনি এখন ফুটবল ইতিহাসের কমপ্লিট ফুটবলার। ফুটবল ইতিহাসের সবকিছু নিজের কাছে রেখে দিয়েছেন তিনি।

অপেক্ষা টা ঘুচিয়েছে ২০২১ ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকা জয়ের মাধ্যমে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল’কে ১-০ গোলে হারিয়ে দলকে ২৮ বছর কোনো আন্তজার্তিক শিরোপা সেইসাথে নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়লাভ করেন। কোপা আমেরিকা জয়ের পর ফিনালিসিমা জয়। দুটি শিরোপা জয়ের পর আরো একটি শিরোপার দিকে চোখ ছিলো মেসির। সেটি হলো স্বপ্নের বিশ্বকাপ। মেসির সেই স্বপ্ন সেই আশা সব’ই পূরণ হয়েছে। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে স্বাদ নিয়েছেন সেই মাহেন্দ্রক্ষণের৷

এতো কিছুর অর্জনের মধ্যে লিওনেল মেসির কাছে ব্যালন ডি অর যেনো পরিচিত একটি নাম৷ ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫,২০১৯, ২০২১, ২০২৩ – ৮ টি বছর নিজের করে নিয়েছেন মেসি। মেসি এমন ভাবে এই পুরষ্কারটা জয় লাভ করেছেন যেনো এটা তার জন্যই তৈরি। পুরো একপেশ এর মতো। ২০০৯ থেকে ২০২৩ এই ১৪ বছরে ৮ বার ব্যালন ডি অর জয় লাভ করেন তিনি। ২০০৪ থেকে ২০২৩* এই পর্যন্ত শুধু একবার ব্যালন ডি অর শর্ট লিস্টে তার নাম ছিলো। সেটা গত বছর বিশ্বকাপ জয়ের আগে। তবে, নামটা যখন লিওনেল মেসি তখন তিনি দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়!

লিওনেল মেসি এই পর্যন্ত ফুটবলকে যা দিয়েছেন তা ফুটবল বিশ্ব সবসময় মনে রাখতে প্রস্তুত। প্রজন্মের পর প্রজন্ম বলা হবে কিংবা গল্প লেখা হবে – ফুটবলে একজন লিওনেল মেসি এসেছিলেন। ফুটবলে মেসি আপনি কতদিন আছেন সেটা আপনি নিজেই জানেন তবে, যতদিন আছেন প্রতিটি ভক্ত চায় আপনি খেলে যান আপনার মন মতো, আপনার ইচ্ছা অনুযায়ী। লিওনেল মেসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here