সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে : সাকিব

বিশ্বকাপে আগামীকালকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বেলা আড়াইটার সময় মাঠে নামবে দু’দল। ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের অন্যদিকে ছয় ম্যাচে দুই জয় এবং চার হারে পাকিস্তানের সেমিফাইনাল আশাও সুতোয় ঝুলছে৷

আগামীকালকের ম্যাচ নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটার লক্ষ্য এখনো ম্যাচ জয়ের দিকে আছে সেটাই জানালেন সাকিব৷ সাকিব বলেন, ‘আমরা এখানে বিশ্বকাপ খেলতে এসেছি, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচও। অন্য কিছু ভাবতে চাইনা, নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’

অধিনায়ক হয়েও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটে রান নেই,বল হাতেও তেমন সুবিধা করতে পারছেন না এই অলরাউন্ডার। তাই সমালোচনা হচ্ছে তার পারফরম্যান্স নিয়েও। তবে পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দিতে মরিয়া সাকিব। সাকিব বলেন, ‘আমি মনে প্রাণে চাই পারফর্ম করতে,নিজের সমস্যাটা কাটিয়ে উঠারও চেষ্টা করছি।’

আফগানিস্তানের সাথে জয় দিয়ে শুরু করলেও টাইগাররা ম্যাচ হেরেছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড এমনকি পুঁচকে নেদারল্যান্ডসের সাথেও। সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও মেতেছেন সাকিবদের সমালোচনায়৷ তবে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় এবং সামনের ম্যাচ গুলোতে ভালো করা যায় নিজেদের মধ্যে সেই আলোচনাও করেছেন তারা। সাকিব বলেন, ‘নেদারল্যান্ডসের সাথে হারার পর সবাই অনেক খারাপ ফীল করছি।কিন্তু খারাপ ফীল করতে থাকলে তো চলবে না। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সবাই সেটা করার চেষ্টা করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here