আগের ওভারেই এন্ড্রু ফ্লিনটফ এর সাথে কথা কাটাকাটি হয়েছিলো ভারতীয় অলরাউন্ডারের। পরের ওভারেই বল করতে এলেন সোনালী চুলের ২১ বা ২২ বছরের তরুন।
এন্ড্রু ফ্লিনটফের সাথে ক্ষেপে যাওয়া ভারতীয় ব্যাটার গুনে গুনে সেই ওভারের প্রতিটি বলে ছক্কা হাকালেন। ক্রিকেট সাক্ষী হলো নতুন এক রেকর্ডের, টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের এই রেকর্ডটা এখনো অক্ষত, চিরসবুজ।
ব্যাটারের নাম যুবরাজ সিং আর হতভাগা বোলারের নাম স্ট্রুয়ার্ট ব্রড। মারমুখী ব্যাটিংয়ের জন্য এমনিতেই পরিচিত ছিলেন যুবরাজ সিং,তার উপর টি-২০ এর প্রথম বিশ্বকাপ।
২০০৭ সালের আজকের এই দিনে বিশ্বমঞ্চে এমন কীর্তিই গড়েন ভারতীয় এই অলরাউন্ডার। যুবরাজ সিংয়ের এমন তান্ডব রীতিমতো হাঁ করে দেখছিলেন স্ট্রুয়ার্ট ব্রড! সেই ম্যাচে ১২ বলে হাফ সেঞ্চুরী করেন যুবরাজ সিং এবং ১৬ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ১২ বলের হাফসেঞ্চুরির রেকর্ডটাও এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ তে সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরীর তালিকায় সর্বপ্রথমেই আছে।
এন্ড্রু ফ্লিনটফের সাথে তর্ক তাতিয়ে দিয়েছিলো যুবরাজকে, ফ্লিনটফ হয়তো ঘূর্ণাক্ষরেও সেদিন বুঝতে পারেননি যুবরাজকে খোঁচার ফল এতো ভয়াবহ হবে। স্ট্রুয়ার্ট ব্রডও হয়তো নিজের ভাগ্যের পাশাপাশি দোষটা ফ্লিনটফের ঘাড়েও চাপাতে পারেন।
২০২০ সালে ৬ ছক্কার ১৩ বছরে যুবরাজ সিং টুইট করেন ‘ ১৩ বছর! সময় শুধু উড়ে যায়… ‘
যুবরাজ সিংয়ের এমন টুইটের রিপ্লাই দিয়ে ব্রড বলেন, ‘ সময়ের চেয়েও জোরে উড়ছিলো, সেদিনের বলগুলো! ‘
অবশ্য সময়ের সাথে ব্রড নিজেকেও পালটে ফেলেন, অবসরের আগে ইংল্যান্ডের হয়ে ৬০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন, ইংল্যান্ডের লিজেন্ড পেস বোলারের তালিকায়ও নিজের নামটা লিখে রাখেন।
যুবরাজ সিং, স্ট্রুয়ার্ট ব্রড দুজনই আজ সময়ের দুরন্ত দৌড়ে অবসরে। তবুও ১৬ বছর আগের ৬ ছক্কার এই ঘটনা এখনো নস্টালজিক করে ক্রিকেট প্রেমীদের।