বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী আনুষ্কা শর্মার আরেক পরিচয় ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। বড় পর্দা মাতানো আনুষ্কাকে এবার দেখা যাবে ক্রিকেটের বাইশ গজ মাতাতে। একজন ফাস্ট বোলার হিসেবে আসছেন আনুষ্কা। মূলত সিনেমার প্রয়োজনেই বল হাতে দেখা যাবে আনুষ্কাকে। নির্মিত হচ্ছে ভারতের অন্যতম সেরা নারী পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক। সিনেমায় ঝুলনের চরিত্রটি পর্দায় তুলে ধরবেন আনুষ্কা শর্মা। শনিবার দুপুরে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে শুরু হচ্ছে বায়োপিকের চিত্রধারণের কাজ।
গত নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক গোলাপী বলের টেস্টে খেলতে নামে ভারত। সে টেস্টে শতক হাঁকান কোহলি। সে মাঠেই বল হাতে দেখা যাবে তার স্ত্রী আনুষ্কাকে। জানা গেছে, চরিত্রটি নির্ভুলভাবে ফুটিয়ে তোলার জন্য আনুষ্কাকে সাহায্য করতে মাঠে থাকবেন ঝুলনও। তার অঙ্গভঙ্গি, নিখুত অ্যাকশন রপ্ত করতে গত কয়েক মাস ধরেই কাজ করে আসছেন আনুষ্কা।
প্রথম নারী ক্রিকেটার হিসেবে বায়োপিক নির্মাণ শুরু হতে চলেছে ঝুলনের। যা ২০১৮ সালে ঘোষণা করা হয়। ভারতীয় পেসারের এ বায়োপিকের নাম ‘চাকদাহ এক্সপ্রেস’। যদিও সিনেমাটি কে পরিচালনা করছেন তা এখনও জানানো হয়নি। ছোটবেলায় চাকদাহ থেকেই ক্রিকেটে হাতেখড়ি হয় ঝুলনের। ভিড় ট্রেনে কলকাতায় অনুশীলন করতে আসতে হতো তাকে। এমনকি ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার সময়েও চাকদাহ থেকে লোকাল ট্রেনে করেই আস-যাওয়া করেছেন তিনি। তার জীবনের সব খুঁটিনাটি উঠে আসবে এই সিনেমায়।