ক্রিকেটকে বলা হয়ে থাকে অনিশ্চয়তার খেলা। যেকোন মূহুর্তেই যে খেলার মোড় ঘুরে যেতে পারে ভিন্ন দিকে। তাই এই খেলায় থাকে রেকর্ডের ছড়াছড়ি। বারবার পিছিয়ে যেতে যেতে এবার সত্যি সত্যিই মাঠে গড়ালো দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। আর প্রথম দিনেই সেখানে অনন্য রেকর্ড গড়েছে নেপাল ক্রিকেট দল।
সাউথ এশিয়ান (এসএ) গেমসে নারী ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আজ মালদ্বীপের মুখোমুখি হয়েছিল নেপাল। তবে সেখানে একতরফা ভাবে মালদ্বীপকে নিয়ে যেন ছেলেখেলাই করেছে নেপাল। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানেই গুটিয়ে গিয়েছে মালদ্বীপের ইনিংস। আর এখানেই রেকর্ড গড়েছেন নেপালি বোলার অঞ্জলি চাঁদ। এক ওভারে ৩ উইকেটসহ শূন্য রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। আর তাতেই গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড।
১৬ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৫ বলেই ম্যাচ শেষ করে দিয়ে আরেকটি রেকর্ড গড়েছে নেপাল। নিজেদের ইনিংস শুরুর প্রথম ওভারেই পাঁচ বলে তিনটি চার মেরে দলকে বিজয় এনে দেন নেপালি ওপেনার কাজল শ্রেষ্ঠা। ফলে ১০ উইকেটের জয় তুলে নেয় দলটি। যা টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড।