ভারতে পাহাড়ের রাজ্য দার্জিলিং। দার্জিলিংয়ের প্রতিটি বাঁক যেন অষ্টাদশী তরুণীর নির্লিপ্ত চাহনি, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হবে আর তাকিয়ে শুধু ডুবে যেতে মন চাইবে। পাহাড়ের কথোপকথনের শব্দরাশি আর শত-সহস্র অভিমানী পাহাড়ি মুখশ্রীর আলিঙ্গন পাবেন দার্জিলিং জুড়ে। সেই দার্জিলিংয়ের কালিমপংয়ে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিপেন্ডন্স ডে শেইল্ড ওপেন ফুটবল টুর্নামেন্টের ৭৩ তম সংস্করণ।
দার্জিলিংয়ের জনপ্রিয় এই টুর্নামেন্টে ভারতের দলগুলো ছাড়াও অংশগ্রহন করেছে আরো কয়েকটি দল। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সিলেটের ইউনাইটেড ফুটবল ক্লাব। গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত খেলে আজ কোয়ার্টার ফাইনালে ভারতের ক্লাব আসাম এফসির মুখোমুখি হয়েছিল ইউনাইটেড।
দর্শকে টুইটুম্বর চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধ থেকেই দুর্দান্ত খেলতে থাকে দুটি দল। তবে প্রথমার্ধেই ইউনাইটেডের জালে বল পাঠায় আসাম এফসি। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে সিলেট ইউনাইটেড ক্লাব। নিজের পায়ের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আসামের গোলরক্ষককে বোকা বানিয়ে ম্যাচ সমতায় আনেন ইউনাইটেডের অধিনায়ক মহিউদ্দিন রাসেল। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচটি প্রায় একপাশে করে নেয় সিলেট ইউনাইটেড ক্লাব। একের পর এক এ্যাটাক করতে থাকেন ইউনাইটেডের রাসেল,নূর,বকররা। ইউনাইটেডের জার্সিতে আসামের জালে দ্বিতীয় গোলটি করেন নূর ভূইয়া। এগিয়ে থেকে গোলের জন্য আরো মরিয়া হয়ে উঠে সিলেট ইউনাইটেড। শেষ মূহুর্তে আসাম এফসির জালে শেষ পেরেক টুকে দেন অধিনায়ক মহিউদ্দিন রাসেল। ৩-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের সেমি ফাইনাল নিশ্চিত করে সিলেট ইউনাইটেড ক্লাব।
ভারত সফরে সিলেট ইউনাইটেড ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন খালেদ আহমেদ। ম্যানেজারের দায়িত্বে আছেন মাহবুব চৌধুরী। আগামী ১৩ আগস্ট সেমি ফাইনাল খেলতে মাঠে নামবে টিম সিলেট ইউনাইটেড ক্লাব।